top of page

আরতি তোমার জন্য

তুমি সন্ধ্যা আকাশে ছুঁয়ে ছুঁয়ে যাও আরতি আমি পূজো দিয়ে যাব পৃথিবীর মন্দিরে; মেঘে মেঘে খেলা, বালুচর বেলা ত্রস্ত দুপুরে বিরতি, শত কাশফুল এনে দেব আমি একলা শরৎ চিরে!

তুমি ভাসা ভাসা জলে আর ভেসো নাকো আরতি আমি নিভু নিভু বাতি জ্বালিয়ে রেখেছি মনেতে; প্রিয় শবদেহ, প্রগাঢ় স্নেহ তবু খড়-কাঠে বসতি, আগুন জ্বালিয়ে ছাইটুকু ধরে রেখেছি মনের কোণেতে।

ফিরে এসো তুমি ফিরে এসো মোর আরতি দিয়ে পৃথিবীর পূজা আকাশের সাথে মিলায়ে! একবার শুধু একবার হাসো সারথি দেব আপনাকে আজ অসীমের মাঝে বিলায়ে!

Recent Posts

See All
প্রিতমার সম্মতি #৪

প্রিতমাকে খুঁজে পাওয়া গেল অবশেষে তখন অবিরত ঝিঁঝিঁর ডাক আর বাঁদুরের ডানার ঝাপটায় রাত অনেক বেড়েছে মাঝ-আকাশে জ্বলজ্বলে একটি তারা রণক্লান্ত...

 
 
 
ভূমিকম্প

পুনঃ পুনঃ দোলাচলে সহসা উথলিয়ে ওঠে, একবুক অভিমান জমে কাল ধরণীর ঠোঁটে। জিঘাংসা-ভালবাসা-ঘৃণা-তাপ-ক্রোধ নিভানোর অভিপ্রায়ে নিল প্রতিশোধ কেঁপে...

 
 
 
অণুকাব্য #১

মোরা যমুনার জলে এঁকেছি আকাশ যাতনা বেঁধেছি ঠোটে প্রিয়-ক্ষত সব ধুয়ে যায় পাছে ঢেকেছি রেইনকোটে। মোরা ভেজা-কদমের বর্ষা দেখেছি মেঠো বালিকার...

 
 
 

Comments


bottom of page