আরতি তোমার জন্য
- Rashef Mahbub
- Jul 7, 2022
- 1 min read
তুমি সন্ধ্যা আকাশে ছুঁয়ে ছুঁয়ে যাও আরতি
আমি পূজো দিয়ে যাব পৃথিবীর মন্দিরে;
মেঘে মেঘে খেলা, বালুচর বেলা
ত্রস্ত দুপুরে বিরতি,
শত কাশফুল এনে দেব আমি একলা শরৎ চিরে!
তুমি ভাসা ভাসা জলে আর ভেসো নাকো আরতি
আমি নিভু নিভু বাতি জ্বালিয়ে রেখেছি মনেতে;
প্রিয় শবদেহ, প্রগাঢ় স্নেহ
তবু খড়-কাঠে বসতি,
আগুন জ্বালিয়ে ছাইটুকু ধরে রেখেছি মনের কোণেতে।
ফিরে এসো তুমি ফিরে এসো মোর আরতি দিয়ে পৃথিবীর পূজা আকাশের সাথে মিলায়ে! একবার শুধু একবার হাসো সারথি দেব আপনাকে আজ অসীমের মাঝে বিলায়ে!
Comments