top of page

ভূমিকম্প

পুনঃ পুনঃ দোলাচলে সহসা উথলিয়ে ওঠে, একবুক অভিমান জমে কাল ধরণীর ঠোঁটে। জিঘাংসা-ভালবাসা-ঘৃণা-তাপ-ক্রোধ নিভানোর অভিপ্রায়ে নিল প্রতিশোধ কেঁপে কেঁপে বারবার জানাইলো তার অভিমান ; তুমি-আমি জড়াজড়ি সব রাগ ভুলে- মৃত্তিকা নিচে বহমান।


Recent Posts

See All
প্রিতমার সম্মতি #৪

প্রিতমাকে খুঁজে পাওয়া গেল অবশেষে তখন অবিরত ঝিঁঝিঁর ডাক আর বাঁদুরের ডানার ঝাপটায় রাত অনেক বেড়েছে মাঝ-আকাশে জ্বলজ্বলে একটি তারা রণক্লান্ত...

 
 
 
অণুকাব্য #১

মোরা যমুনার জলে এঁকেছি আকাশ যাতনা বেঁধেছি ঠোটে প্রিয়-ক্ষত সব ধুয়ে যায় পাছে ঢেকেছি রেইনকোটে। মোরা ভেজা-কদমের বর্ষা দেখেছি মেঠো বালিকার...

 
 
 
হয়তোবা কোন এক প্রলয়ের দিনে

হয়তোবা কোন এক প্রলয়ের দিনে পৃথিবীকে বেঁধে দেব মোরা, যুগ্ম সুতোয়- নির্লোভ বেশ ধরে থাকা অগুনিত নক্ষত্রের সাথে। জমে যাবে প্রণয়ের খেলা ধরণীর...

 
 
 

Comments


bottom of page