ভূমিকম্প
- Rashef Mahbub
- Jul 7, 2022
- 1 min read
পুনঃ পুনঃ দোলাচলে
সহসা উথলিয়ে ওঠে,
একবুক অভিমান
জমে কাল ধরণীর ঠোঁটে।
জিঘাংসা-ভালবাসা-ঘৃণা-তাপ-ক্রোধ
নিভানোর অভিপ্রায়ে নিল প্রতিশোধ
কেঁপে কেঁপে বারবার
জানাইলো তার অভিমান ;
তুমি-আমি জড়াজড়ি সব রাগ ভুলে-
মৃত্তিকা নিচে বহমান।
Comments