তোমার-আমার
- Rashef Mahbub
- Jul 7, 2022
- 1 min read
আমি শুধায় আর কত পথ বাকি?
তুমি শুধাও পথ কেন শেষ হয়?
তুমি আকাশ পানেই চেয়ে থাকো
আমার দুচোখ দিগন্তে হাতড়ায়।
আমি বলি, বৃষ্টি নামুক জোরে
তুমি লুকাও গাছ-পাতার আড়ালে;
বৃষ্টি আমার মিষ্টি মেঘের সোনা,
বৃষ্টি–ফোঁটা তোমার কাছে নোনা!
বৃক্ষ যখন কাঁপে ভীষণ ঝরে
বাতাস যখন ভীষণ অনুগামী,
তুমি তখন মাতোয়ারা সুখে
ভাবি তখন, কোথায় লুকাই আমি ?
চাও তুমি যে শূন্য করা আলো
আমার বরং অন্ধকারই থাক,
পাখি তোমার ভীষণ রকম প্রিয়
আমার কাছে পাখি মানেই কাক।
অনেক শীতে রাত জমেছে যখন
ক্লান্তি তোমায় তবুও ছোঁয় নাকো!
আলসেমি সব আমার দুচোখ খোঁজে
একটু লেপে আমায় ঢেকে রাখো।
কি হবে আর এসব কথা বলে
শান্ত তুমিই, আমার উঁচু নাক,
রাত বেড়েছে, ঘুম এসেছে চোখে
আজকে নাহয় এতটুকুই থাক।
কাল প্রভাতে উঠবে আবার যখন
জাগবে তুমি, আমার হবে দেরি,
সারাটা দিন আবার কেটে যাবে
আমার ভুলের ব্যাখ্যা করে ফেরী ।
আজকে নাহয় বাদ দিলে সবকিছু
তোমার দুহাত আমার হাতে রাখো,
মোর হরতালে তোমার কাজের ছুটি
আজকে কেবল আমার পাশেই থাকো।
আজকে আমার ভালবাসার দিনে
আকাশ বাতাস এক হয়ে যাক নীলে,
আজকে দুজন হাঁটব শুধুই একা
আজকে সামিল হবই না মিছিলে ।
আজ আঁধারে নাই বা গেল দেখা ভাঙল নাহয় সর্বনাশের বাঁধ, আজকে কাল ঐ মেঘের আড়ালে ডুববে মোদের অভিমানের চাঁদ।
Comments