হয়তোবা কোন এক প্রলয়ের দিনে
- Rashef Mahbub
- Jul 7, 2022
- 1 min read
হয়তোবা কোন এক প্রলয়ের দিনে
পৃথিবীকে বেঁধে দেব মোরা, যুগ্ম সুতোয়-
নির্লোভ বেশ ধরে থাকা অগুনিত নক্ষত্রের সাথে।
জমে যাবে প্রণয়ের খেলা
ধরণীর প্রতিটি কোণায়; ঝোপেঝাড়ে, অগোচরে,
নিভৃত রজনীর লজ্জা খসাতে-
তোমাতে-আমাতে!
হয়তোবা কোন এক প্রলয়ের দিনে
ভিড়ে যাব কাক আর শকুনের দলে
ছিড়ে ছিড়ে খাব প্রিয় মানুষের লাশ
শেষ হলে পরে প্রিয় প্রলয়-বিলাস
ফিরে যাব মানুষের বেশে-
স্মৃতি সব উড়ে যাক কালো ছাই হয়ে
প্রিয়হারা বেদনার ভক্ষণ শেষে
মুগ্ধ আয়েশে!!
হয়তোবা কোন এক প্রলয়ের দিনে ডেকে আনা প্রলয়ের হয়ে যাবে শেষ তুমি আমি ফিরে যাব ছায়াপথ ছেড়ে, মায়াপথে পুনরায়, আমাদের দেশ!
Comments