top of page

মনের পথ্য

ক্লান্ত রজনী কুটির-নিবাসে

বাহির হইয়া পথে ও প্রবাসে

কল্পনা ছাড়ি মুগ্ধ বিনাশে

হাঁটিয়া কাটাই দিন,

আঁধারে-আলোয় অন্ধ নিশীথে

ভালবাসা আজ বন্দী শিশিতে

কানদুটো আর চাই না তৃষিতে

কল্পে বাজানো বীণ।


সন্ধান করি শ্যামল ও শুভ্র

ভালবাসা-তীর ছুটিছে ক্ষীপ্র

ভাদ্র মাসের কুকুরী-তীব্র

কামনা কি দিয়ে ঢাকি?

জীর্ণ কুঠুরি শীর্ণ হৃদয়ে

ছিন্ন স্বপন ঘুমের বিদায়ে

চিহ্ন বপন সূত্র মিলায়ে

তুলিতে প্রলাপ আঁকি।


অজানা অসুখে মানস পীড়িত

ওষধির খোঁজে যাত্রা ত্বরিত

ছুটিবার বেগ মাত্রা জড়িত

সূর্য অস্তে থামি

শান্ত করিয়া মন চঞ্চলে

বিষাদের ধ্বনি বিরান অঞ্চলে

মনটা ডুবিয়ে ধুয়ে নেই জলে

অতঃপর মোহে নামি।


গগনে তারকা বিষাদে কি হেতু

ছুড়িয়া উল্কা, ছুড়ে ধূমকেতু

লঙ্ঘন করি আপনার সেতু

ধরণী কলহে মাতে,

হৃদয়ে তবুও জাগিছে শঙ্কা

মিষ্ট কলহে ভীষণ লংকা

দৃঢ় প্রয়োজনে মাতৃ গঙ্গা

বহিবে ভিন্ন খাতে।


অবশেষে সেই ফিরে যাই ঘরে

মনের বেদনা চোখে ধরা পড়ে

ভুগে ভুগে চির রোগী মন-জ্বরে

খুঁজিয়া পাইনা তবু,

কাশফুলে ঢাকা ঘন বালুচরে

খুঁজি জঙ্গলে খুঁজি সরোবরে

মনের পথ্য হেন অগোচরে

সৃষ্টি হয়নি কভু।

Recent Posts

See All
প্রিতমার সম্মতি #৪

প্রিতমাকে খুঁজে পাওয়া গেল অবশেষে তখন অবিরত ঝিঁঝিঁর ডাক আর বাঁদুরের ডানার ঝাপটায় রাত অনেক বেড়েছে মাঝ-আকাশে জ্বলজ্বলে একটি তারা রণক্লান্ত...

 
 
 
ভূমিকম্প

পুনঃ পুনঃ দোলাচলে সহসা উথলিয়ে ওঠে, একবুক অভিমান জমে কাল ধরণীর ঠোঁটে। জিঘাংসা-ভালবাসা-ঘৃণা-তাপ-ক্রোধ নিভানোর অভিপ্রায়ে নিল প্রতিশোধ কেঁপে...

 
 
 
অণুকাব্য #১

মোরা যমুনার জলে এঁকেছি আকাশ যাতনা বেঁধেছি ঠোটে প্রিয়-ক্ষত সব ধুয়ে যায় পাছে ঢেকেছি রেইনকোটে। মোরা ভেজা-কদমের বর্ষা দেখেছি মেঠো বালিকার...

 
 
 

Comments


bottom of page